ত্যাগের বলি
অরুণ কারফা
একান্তে প্রেমীর ছবি,
মনের ব্যথা চেপে বুকে ছিন্ন পাতার কোলে এঁকে
উড়িয়ে ছিলাম পরার্থে অশ্রু জলে কল্প লোকে ,
যাতে, ছড়িয়ে দিয়ে উদারতা চলার পথে বাঁকে বাঁকে
তাল গাছের মত হয়েও মাতাল হাওয়ায় ঝুঁকে ও বেঁকে , নিঃশ্বাস নেয় দাঁড়িয়ে রুখে ;
আর এতদসত্বেও, উপভোগ করে জীবন ভর বিলিয়ে দেয় ভালবাসা নিস্বার্থে সর্বস্তর
বহাল তবিয়তে টিকে থেকে।
কিন্তু তারপর থেকে, না হওয়ায় কিছুই তেমন
বিষন্নতায় ভরলে মন
অশ্রু জলে ভেজা নয়ন খুঁজে বেড়ায় ত্যাগের বলি মনের ভিতর ;
কারণ, ভেবেছিলাম পড়লে তলে ছায়া জলে দিঘীর বুকে শতদলে
ভাসন্ত শীতল কায়া তার,
বাড়িয়ে মায়া ছড়িয়ে দেবে প্রেমের ঢেউ তির তির করে চারিদিকে অপার। ।