দুঃখের আলো
অরুণ কারফা
দুঃখ হোক
দুঃখ হওয়া ভালো,
তবে এত বেশি যেন না হয় তা
ন্যুব্জ হয়ে চিত্ত বিষন্ন,
জানাতে পারে না কাউকে কখনো
চোখ মুখ করে কালো ।
আনন্দ হোক
আনন্দ হওয়াও ভালো,
তবে কেউ বসালে ভাগ তাতে, বেড়ে গিয়ে যেন রাতে প্রতিবেশীদের পড়ার ঘরে
যথেষ্ট দেয় আলো।
কিন্তু, এমনটা হয় না সচরাচর ....
যা হয় তা না হলেই হত ভালো,
নিজের দুঃখ অন্যের 'পরে
চাপিয়ে দেওয়ার চেষ্টা করে
সুখ টুকু তার কেড়েকুড়ে
যে ভাবে হোক সংসারে তার
বিধ্বংসী আগুন জ্বালো।