সঙ্কট মোচন
অরুণ কারফা

মুক্তির পথ দেখাতে , এসেছিল দলবল
তারা না হলেও সফল, প্রেক্ষাপটের হতেই বদল
  মাধবীলতার মত সুবাস ছড়ানোর ব্রত  
পালন করতে রয়ে গেল কিছু কোলাহল
        মাথা উঁচিয়ে বুকে নিয়ে বল।

এটা অনেকটা যেমন, মেঘের মাঝে বিজলীর বাস
বা চন্দনের বয় মলয় সুবাস
তেমনই, বাড়তে একটু সন্ধ্যা - যূথিকা, বেলী, রজনীগন্ধা
বাঁধতে নতুন করে জোট
ফিরে এলো পুনরায় কল্লোল
রক্তাক্ত করে প্রেমিকদের ঠোঁট;
           যার মাঝ দিয়ে সূর্য বেরিয়ে দেখিয়ে দিল সবাইকে সে পথ
অন্তিমে যার, অন্ত হয় সঙ্কট।