বোধদয়ের শেষ কবিতা
অরুণ কারফা

শেষ বিকেলের শেষ আলোয় জীবন যখন বিভ্রান্ত
তখনই যেন হাজির হল সাজিয়ে ভূবন বসন্ত।

নতুন আলো উঠতে জ্বলে বুকের মাঝে হৃদয় তলে
অনুভবে তা বুঝতে অকস্মাতে হলাম ব্যস্ত।

তার আলোয় পড়লাম যা
আমার আলোয়ও পড়ল সে তা
     প্রতিটা ছত্রে একই পংক্তি একই অনুভূতির ভক্তি
     একই সঙ্গে একই অঙ্গে একই জীবন যাপন রঙ্গে
পারলামনা আর লিখে উঠতে এমন কিছু মনের কথা
পড়ন্ত সময়ে পরবর্তী কালে হলেও যা পারত হতে
বোধদয়ের শেষ কবিতা
প্রণয় থাকায় জীবন্ত।