শেষ যাত্রা
অরুণ কারফা
নগ্ন করলেও গাছটাকে গ্রীষ্ম
ভগ্ন হৃদয়ের তীক্ষ্ণ ব্যথার বিষন্নতায় বিশ্ব বিচলিত হলো না তাই
এক টুকরো মেঘ একটু একটু করে আরো অনেকের জমায়েত করে
তারপর ঢালল যে প্রেম রস
তাতে পূর্ণ হলেও বৃক্ষের লক্ষ্য
মেঘের ছড়ালো না নাম যশ।
হয়ত সেই পাখির গোষ্ঠী নিয়ে গিয়ে খড় কুটোর সমষ্টি
গড়েছিল যারা নতুন নীড়
গ্রীষ্মের প্রতি হয়ে কৃতজ্ঞ
ফিরে করেছিল কোটরে ভির।
তাই , ছিন্ন মূল মানুষের দল
অত্যাচারে ছাড়তে হলেও ঘর
ভুলতে পারেনা সেই মাটি জল
যার উপর চেয়েছিল সাজাতে চিতা
অথবা, খুঁড়তে সমাধির কবর।