আলাদীনের আশ্চর্য প্রদীপ
অরুণ কারফা
জীবন কি শুধু আশার বাণীর সাম্যের নামে বৈষম্যে ভরা..
নাকি কয়েকটা বিশেষ মুহুর্ত, দৃশ্যতঃ যা অসামান্য
আর, পারত করতে প্রতিষ্ঠানকে চূর্ণ
সফল চেষ্টায় না পড়লে খরা!
----সেই সব আলাদীনের আশ্চর্য দীপক আপাত দৃষ্টিতে হলেও উদ্দীপক---
জাগিয়ে সমতার আশা
হয়ত তারই তলায় রইলো পড়ে আলো ছাড়া ছায়ায় গড়ে
ত্যাগের অভাবে দুরাশা।
তাই, অনেক অভিলাষের হয়নি প্রাপ্তি
নিভে গেছে দীপ ছড়িয়ে ভ্রান্তি,
যারা জ্বেলে ছিল তাদের সলতে
ওদের ভাষায় হবেই বলতে...
যৎদিন না সমাজে আসছে সে হাত
যত্নে শিখায় আগলে ধরা ,
ততদিন সাম্য, কাম্য করা
'এক আলাদীনের প্রদীপ'
দিনের স্বপনে দীনের অধরা।