ঘুড়ি আর লাটাই
অরুণ কারফা
জানি না, অহেতুক শঙ্কা বাড়ছে কিনা, বাড়ছে তাদের সংখ্যা কিনা ,,,,
যারা,
তাদের গয়না নেয় না ছিনিয়ে
যতন করে রতন লুকিয়ে, রাখছে যারা বাক্সে ঢুকিয়ে।
শুধু, কেড়ে নেয় তাদের থেকে কোনক্রমে যারা টিকে থেকে ভাবে ফিরবে দিন,
মিটবে পাওনাদারের ঋণ
........... যদিও আশা নির্ঘাত ক্ষীণ।
যদিও ভাবা অমূলক
তবু ভাবছি আর কাঁহাতক
নির্যাতিত মানুষ গুলো, মাথায় নিয়ে দুষ্টের ধূলো
সহ্য করে রইবে নীরবে?
আর, অন্যের 'পরে নির্ভর করে মিথ্যে আশায় থাকবে বসে জলাঞ্জলি দিয়ে সব,
তবে কিনা এটাও ঠিক , ঘুড়ি ওড়ে নীলের গায়ে স্বভাবতই তার ইচ্ছায়
লাটাইয়ের যে সুতো গুটায়। ।