চাঁদের আলোর চাবি
অরুণ কারফা

পূর্ণিমার হয় না আর প্রয়োজন।
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ
দুইকে কে নিয়ে চলতে দক্ষ,
যে সব মানুষ, তারা প্রস্তুত সহ্য করতে অপরিসীম দুঃখ
তাই, তাদের  অমাবশ্যায় অভ্যস্ত হয়ে পূর্ণিমায় যায় চোখ ধাঁধিয়ে,
আর ভাবে  চাঁদের আলোর চাবি যদি থাকত
সব পক্ষের হাতে
পূর্ণিমাতেও পড়ত মিঠাই তাদের পাতে।