সুখের চাবিকাঠি
চাবি কাঠি
জীবনটা, ব্যর্থ হলো না সার্থক হলো, এই নিয়ে পাই বিস্তর জটিলতা;
সরাতে গেলে জমা হওয়া ধুলো বড় বড় ঘটনা গুলো, না চাইলেও করে ওঠে ঝলোমলো,
আর , অস্বস্তি জুগিয়ে মনের মাঝে বিরাট এলাকা জুড়ে ডানা মেলে ওড়ে যেমনটা করে শিমুল তুলো;
কিন্তু, ছোট ছোট মুহূর্ত গুলো
সুখ কাকে বলে বোঝায় যারা
কেন জানি না স্মৃতিহারা হয়ে অন্তরালে গিয়ে হয় দিশাহারা।
এমনিতে, যৎদূর আছে জানা ভোগ করতে জীবন খানা
ছোট ছোট নুড়ির সমগ্র নিয়ে করলে নাড়াচাড়া
তারাই মনে হয় সমস্যাময়
চলার পথে
আকাশ ভরা টিম টিমে তারা।