রঙের খেলা
অরুণ কারফা
কেউ লিখেছিল মহাকাব্য
অতি সহজে সাগরের মাঝে ঢেউয়ের বুকে কোলাহলে;
যার ফলে ক্ষণিকেই জলে
কাব্যিক রূপে সফেদ ফেনা জন্মেছিল উপর তলে
এক সঙ্গে সব নদীর অঙ্গে খুশির পরশ বুলাবে বলে ;
কেউ করেছিল একই কাজ পাহাড়ের মুখে প্রশস্ত চিবুকে
ঝকঝকে রোদ আতস কাঁচ দিয়ে টগবগে ঝর্ণার উপর ফেলে,
আর, তাতেই পাহাড় দেখেছিল তার অপূর্ব বাহার
রামধনু যেই
সাতটি রঙে উঠেছিল জ্বলে।