জতুগৃহে
অরুণ কারফা

সুচারু ভাবে, শূন্যে বাঁধব বাসা যাতে
                    এ জীবনের পরিক্রমাতে
ভুল করেও,
                    নিরন্তর হবে না দেখতে
                    নিত্য নতুন বিস্ময়
                    হবেও না তঞ্চকতার সাথে পরিচয়।

কেউ এসে গলদ্দেশে পরিয়ে দিয়ে হার
বারতা দিয়ে ভালবাসার
বিনিময়ে চাইবে না এই নিঃস্বের কাছে
সবে ধন নীলমণির ছোট্ট উপহার।


কেউ এসে বলবেও না খুলে দিয়ে দ্বার
                       যা কিছু আছে তার.... সবটুকুই আমার,
তারপর জতুগৃহে প্রবেশ করে
                              মায়াজালে জড়িয়ে পড়ে
স্নিগ্ধতার আড়ম্বরে, তারস্বরে,,,,
হাহাকার করাই হবে সার।