তাসের ঘর
অরুণ কারফা
ভেবেছিলাম প্রেমের জেরে ছিলাম আমরা চাঁদের 'পরে
চলছিল তাই বেশ,
কিন্তু , মুখে ফোটায় ক্লেশ হঠাৎ ভেঙ্গে রেশ,
উঠল কেঁপে ও থরথর
"ঝড় উঠেছে ঝড় ভাঙল তাসের ঘর
সব কিছু হচ্ছে মনে এই মূহুর্তে জীবনে অসহ্য, অসহনীয় মনের ভিতর;"
চারদিকে তাকিয়ে দেখি, নাহ্ সবই তো খুব শান্ত ,
বুঝলাম দরকার কলসি আর দড়ি
উদ্বাস্তু হব তাড়াতাড়ি
খুঁজতে গিয়ে হলো দেরী মানসিক ভাবে হওয়ায় ভীষণ ক্লান্ত।
আর, ঝড় থেমে ততক্ষণে
ও মজেছিল অন্যের প্রেমে,
তাই এবার , উপাখ্যানের শেষে নদীর স্রোতে
ধীরে ধীরে উজানে ভেসে
চলল কোন ভিনদেশে ভালবাসার প্রতিলিপির লাশ
মানুষ আর যমে টানাটানির পর, খুন হওয়ায় অভিলাষ।