লাঞ্ছনা
অরুণ কারফা
এমনও কেউ আছে নিশ্চই
যার সাথে দেখা না হওয়ায়,
জানতে পারলাম না, চিনতে পারলাম না, নাম না জানায় বৈঠকখানায় পারলাম না কাছে ডাকতে,
কিংবা, ভালবাসায় ভাসতে না পারায় পারলাম না ডুব দিয়ে শুকনো কথায় নাইতে ;
অথবা নিশি যাপন করে স্বপ্নের ঘোরে ডেকে তাকে আপন করে
তারপর ভোরে সেই তরুণীর তরণী চড়ে স্রোতের বিপরীতে বাইতে,
নতুবা সে রাজি না হওয়ায় খড়কুটোর মত তার আঁচলের মিহি সুতো দাঁত কামড়ে আঁকড়ে ধরে
বৈতরনী পার করে অপর তীরে যাইতে।
তাই বোধহয় সূর্যাস্ত থেকে সূর্যোদয় সেই অনাস্বাদিত ভালবাসার দায়
পুরোটাই নিয়ে নিজের মাথায়
নিজেকে বড় লাঞ্ছিত মনে হয়, সাফল্যের গান গাইতে।