মোহর
অরুণ কারফা
মনে হওয়ায় তাকে প্রতিযোগী মগজের
নির্দ্বিধায় শেষে হো হো করে হেসে
ভাসিয়ে দিলাম উন্নাসিক বাতাসে,
যত্ন করে লেখা টুকরোটা কাগজের।
উপায় কী ছিল আর?
কেবলই যাচ্ছিলাম তার কাছে হেরে
মনে হচ্ছিল তেড়ে বলছিল নেড়ে গর্জিয়ে তুলে ডান হাতের তর্জনী
অতীতের সব ঘটনাবলী,
যা নিয়ে আজ হলেও লাজ গর্বের সঙ্গে বলি
সময়ের চাহিদা অনুযায়ী
উচিত ছিল যা
করেছিলাম তা, দিয়ে বিবেকের জলাঞ্জলি।
কিন্তু, কী ছিল সেসব ঘটনা এমন
চায়না কিছুতে বলতে যা মন,,,
সঙ্গত প্রতিবাদের কাজ নেতিবাদীর জন্য ছেড়ে
আমি শুধু তাতে কাঁটতাম আঁচড়,
থলিতে ভরতে চকিতে মোহর।