আগুন
অরুণ কারফা

বিশ্ব জুড়ে অদৃশ্য আগুনে জ্বলছে চিত্ত
ডুব দিয়ে সাগরে হলে নিমজ্জিত
কিছুটা কমলেও কমতে পারত।
কিন্তু না।
কোন সাগর কত গভীর
শান্ত নিথর না স্থবির
এটা বোঝাও বিড়ম্বনা।

আগুন যে লাগিয়েছে
সে যদি না চায় নেভাতে,
তখন জল শুকিয়ে গিয়ে
হয়ে উঠবে আরো নোনা।

আকাশে মেলে দিলে ডানা
মেঘের দল হয়ত বিছানা বিছিয়ে দিয়ে
করলেও সাদর অভ্যর্থনা
পরশ্রীকাতর বাতাস এসে বাড়িয়ে দিলে যন্ত্রণা
যে চাষী করে এই নিয়ে চাষ
গর্বে ভরে বুক খানা তার
আহ্ললাদে হবে আটখানা।