বৃক্ষনাশ
অরুণ কারফা

দুজনারই আসার কথা ছিল
তবু, সে আসেনি
ও এসেছিল
সে বলতে, আমি বোঝাচ্ছি মাধবীলতা
আর, ও বলতে, রাতের কথা।

ও আসবে জানাই ছিল
সে কেন আসেনি, না বলাই ভালো।

কারণ, দেওয়ালেরও কান আছে
আর সাবধানের নেই মার,
যখন স্বাধীন ভাবে মিঠে সৌরভে মন পাওয়া যায় না সেই জনতার
যারা বাঁচাতে পারে না সর্বনাশ থেকে প্রাণ গাছটার
তখন, কোন আনন্দে জেগে সে ছন্দে
ভরিয়ে তুলবে জগৎ সুগন্ধে
ভুলে গিয়ে ত্যাগ আশ্রয়দাতার।