ভয়
অরুণ কারফা

এককালে, মাঝে মাঝে আসত ভয়
তবে চাইলেও আর সে হয় না উদয়।

কারণ, ভয় তাকে এড়িয়ে চলে
জয়ের মালা পড়তে গলে
ব্যক্তিত্ব হারিয়ে পরিচয় ভাঁড়িয়ে
যে করলেও ভণ্ড প্রেমীর চোখে বিশ্ব বিজয়
আখেরে সে হয় শূন্যময়।

শূন্যতাকে চায়না কেউ সঙ্গে নিতে
পরাস্ত করে জয় পেয়েও আশ্বস্ত করেও হৃদয় জিতে ।

তাই, জয় করেও নক্ষত্র রাশি মহাশূন্যে অন্ধকারে
কাটায় শশী একাই নিশি নীরব দম্ভের অহংকারে।