শরৎ ও বসন্ত
অরুণ কারফা
গতি ভিন্ন হলেও মতি অভিন্ন
ঋতু যদিও দুটো অনন্য।
একটা আসে বর্ষার শেষে গরমের বিদায়ে,
কাশে যখন দুলে শীত বাতাসে
শীষ দিয়ে জানায় আগমন আভাসে;
আর, অন্যটা আসে শীতের বিদায়ে
তড়িঘড়ি সে বাড়ি ফিরে গেলে,
কিশলয় যখন দেখা দিয়ে ডালে
মুখ টিপে হাসে অন্তরালে,
আর, রৌদ্র প্রখর, কাল বৈশাখীর ঝড় অপেক্ষা করে ঠিক তারপর।