শরতরানী
অরুণ কারফা

তোমার মতই দেখেছিলাম কাউকে শিউলি ঢাকা ঘাসের ফাঁকে
                         যখন সে বিভোর হয়ে রোদের গন্ধে
              উতল হাওয়ার পাগল ছন্দে
--হয়ত মনের অবচেতনে --
                   ভালবেসে ফেলেছিল তাকে।

ভুল হয়েছিল কিনা বলতে পারব না
ভেবেই বসেছিলাম,
        চেতন যেই ফিরবে সাঁঝে,
        যখন ঝিঁঝিঁর বাদন বাজে,
তখন সে পাবেই খুঁজে যারে কিনা দুচোখ বুজে
কানামাছি খেলতে খেলতে ধরে ফেলত ঠিক আন্দাজে।