শকুনির  দৃষ্টি
অরুণ কারফা
01.06.23

লোকলজ্জার দৃষ্টি এড়িয়ে
            সকাল সকাল বেড়াতে গিয়ে,  থোকায় থোকায় থরে থরে  রক্ত গোলাপ এলেও নজরে
    কিছুতেই আর, দেখলেও বাহার,
পাইনা ফুলের গন্ধ বাগানে।

বক্ষ ভরে, ফুরফুর করা সমীরণে ,
লক্ষ্য না থাকায় চেতনে,
               শুধু দেখি মাথার উপর
                    শকুনেরা দেয় চক্কর ;
কারণ, তখন ঠিক দোর গোড়ায়
বেকার যুবক যারা অসহায় , যাদের নেই কোনো কদর,  ঘাম ঝরছে শুধু দরদর,
তাদের রক্ত চলেছে ঝরে এক প্রকার অসম সমরে,
কিন্তু , কার্যত আমরা যেন মূক, মৃত, নির্বাক ও নির্বোধ
গণতন্ত্রের প্রহসনে।

হ্যাঁ, অসম লড়াই বলছি সেঅর্থে
ঘাটতি না থাকলেও সামর্থ্যে
                    মত্ত এক হাতির মত
           অসংঘবদ্ধ যুবসমাজ তো
জানেনা কী করে
মাহুতটাকেও টেনে হেঁচড়ে
নামিয়ে এনে,
পায়ের বেড়ি ছিঁড়ে সটান
বেঁচে থাকা যায় সসম্মানে।।