সমীকরণ
অরুণ কারফা

আমার চোখে পৃথিবীটাকে ঘিরে থাকা নীল আকাশ
তারই অঙ্গের ভিন্ন রূপ
তার ডাকে আকাশ তাকে উপর থেকে সাড়া সাড়া দিয়ে
পাঠিয়ে দেয় উপঢৌকন
যার জেরে চাষার ঘরে গোলা গুলো উঠলে ভরে
উৎফুল্ল হয় তার মন।

আবার যখন, আকুল গগন শূন্য পেটে খেটে মরে
পেতে ফিরে অমূল্য ধন
পৃথিবী দেয় উজার করে আর্দ্রতার সঙ্গে ভরে
কৃতজ্ঞ চিত্তে তার মন।

এই দেয়া নেয়ার খেলা
                                আকাশ জুড়ে মেঘের মেলা
জুড়ে দিলে যুগল হৃদয়
              নতুন দর্শকের রূপে
                                    নবীন জনের উদয় হয়। ।

The Equation
Arun Karfa

In my eyes
The Earth and Sky shares the same soul....
When the earth is in pain
The sky then, in the form of rain
Quenches it's thirst.

But then, when the sky is blue and only can rue
Apprehending an empty stomach,
The earth cooks the steam and throws it up.