বিগত নক্ষত্র
অরুণ কারফা

ভাবতাম
একটা তারা খসার সময় কেন আর্তনাদ না করে
নীরবে পড়ে ?
বোধহয় সে জানে তাতে লাভ হবেনা কোনোই আখেরে
                  কারণ, কেউ আসবেনা এগিয়ে
                      বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে
তার জন্যে যার মনের আলো গেছে ফুরিয়ে,
                                  কেউ দেবেনা আশ্রয়
                     পাবেনা যখন কিছুই বিনিময়ে,
আর তাছাড়া , বাঁচাবেই বা কেন, কোনো অজ্ঞাতকুলশীলকে
জানা নেই যার পরিচয়
হোকনা সে বিখ্যাত তারকা বিগত দিনে
আজ আর কেউ নয়।