লজ্জার মুকুট
অরুণ কারফা

ভাবতে ভীষণ লজ্জা করে
মানুষই এমন প্রাণী
নিজের সামান্য লাভের জন্য
অন্যের করে হানি।

তারপরেও, শ্রেষ্ঠত্বে শিরোপা নিয়ে
অজানা গ্রহের খোঁজে গিয়ে
তার সর্বনাশ করতে সেখানে
সন্ধান করে পানি।