বর্ষার খরা
অরুণ কারফা
এ কেমন পরিস্থিতি ....
ভাবা যায় না কোনো কিছুই তাকে ছাড়া,,,,,
রক্ষীর নজরে থেকে পুরোভাগে
কারাগারে জন্ম নেবার আগে,
জর্জরিত না হয়ে শিকলের ভারে
রাধার স্মরণে কৃষ্ণ যেন জঠরেই দিশাহারা।
তবু তো ফুটছে কৃষ্ণচূড়া
রাঙ্গিয়ে দিয়ে আকাশ ভরা,
আর, না হলেও বর্ষন মধুবনে
মেঘের দর্শন পেলেই সে জানে
ফুটে উঠবে রাধাচূড়া.....
আর তারপর, যাবে চুটিয়ে প্রেম করা।