প্রতিবাদী বাণী
অরুণ কারফা
জমাট বাঁধা রক্তের মত লাভার উপর দিয়ে হেঁটে
ধ্বংস লীলার বুকে চেপে উঠতে পেরে কষ্টে সৃষ্টে,
ভেবেছিলাম পাবই দেখতে একটা হলেও নিজের চোখে
গুপ্ত বুনোফুল সুপ্ত আগ্নেয়গিরির মুখে ;
যাতে ভয়ংকর বর্বরতার মাঝেও সৌন্দর্য ফুটে উঠতে পারে
আত্মবিশ্বাস আবার জেগে দ্বারে দ্বারে জানাতে পারে
তিমির ঘন অন্ধকার দেখতে যতই হোক করাল
প্রতিবাদের ক্ষীণ স্রোত প্রতিদিন রবেই বহাল।