অন্য মেয়ে
অরুণ কারফা
আসবে বলেও সে
কেন আসেনি, বলেনি বলে
আজও বসে আছি কদম তলে
অপেক্ষা করে তার ফলে চোখ মেলে পথ চে'য়ে।
ভালো বাসবে বলে
কেন বাসলো না সে , না জানানোয়
তাকে মানানোয় সব চেষ্টা বৃথা হওয়ায়
ব্যর্থমনোরথ খুঁজছি এখন অন্য মেয়ে।
গড়ব সোনার দেশে
প্রাণ ঢেলে শেষে,
এমন এক ব্যবস্থা যাতে থাকতে পারে সেখানে তাতে বৈষম্য ঘুচিয়ে প্রশান্তিতে লোকে
না, আজও তা পারিনি বলে স্বদেশ ছেড়ে যাইনি চলে
হতাশা নৈরাশ্যের ঝোঁকে।