তার বাচন ভঙ্গি
অরুণ কারফা
একটা জড়ায় না আরেকটার গায়ে মাটিতে পড়ার আগে
বলছি ওর বলার মিল
বৃষ্টি কণার সাথে,
যা শুনতে মধুর লাগে।
মৌমাছি তাই অনেক আসে
নিয়ে যেতে মৌ আবাসে,
তবুও শেষ হয় না তা,
যেমন ছড়িয়ে স্নিগ্ধতা
ভিজিয়ে দিয়ে শুকনো মন মিলিয়ে দিয়ে চার নয়ন
পূর্ণিমাতেও ফুরায় না নয়নাভিরাম জ্যোৎস্না
খোলা আকাশের বাগে।