শিশুর বিকাশ
অরুণ কারফা
কেউ খুশি হয় ফুটলে ফুল
কেউ হয় তা চাটলে ধূল, বিশেষ করে পায়ের তলে;
কেউ তা হয় সুখী দেখে
অন্য কারুর হাতের থেকে, তার খোপায় সাজলে দুলে।
কিন্তু, কেউ বসে থেকে অগাধ বিশ্বাস, ধৈর্য রেখে
দেখে না করে সময় ব্যায়
ঠিক ঠিক কোন উপায়ে, কীর'ম ভালবাসার ঘায়ে,
বন্ধ কলির তন্দ্রা টুটে সুগন্ধ যখন ছোটে
নিষিদ্ধ পল্লীর বেড়া কেটে তথাকথিত ভদ্র জোটে।
এতদ সত্ত্বেও ,
সব পুষ্পে থাকলেও প্রাণ থাকে না সবার সুঘ্রাণ
সবাই পায়না এক সম্মান
যেমন, না পেলে মায়ের আঁচল, না পেলে বাঁচার সম্বল
না দেখলে সুষ্ঠু মহল
শিশুর বিকাশ ছোঁয় না মান।