ভবিতব্য
অরুণ কারফা
মৃত্যু যখন ভবিতব্য
পুনর্জন্ম কেনো নেবো?
উত্তর দেয় না ঝরাপাতা
দিলেও তার মর্মর ধ্বনির বোঝা যায় না অস্পষ্টতা।
হৃদয় নগরে অন্তপুরে, প্রশ্নটা খায় কুড়েকুড়ে
কারণ, পারিনি যখন করতে তেমন কোনোই পথিকৃতের কাজ এত দীর্ঘ জীবন জুড়ে
আজ, তাই পাইনা আশ্বাস, পরের জীবনে আবার শ্বাস পেলেই করে দেখাতে পারব
'মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার'
এই ধরণের কর্ম আবার।
আড়ালে আবডালে কেউ কেউ বলে
বয়স একটা সংখ্যা মাত্র
তাই, এখনো অনেক কাজ যায় করা তাদের জন্যে যারা
বৈষম্যের ভারে ভুগেই গেল নিয়ে সহস্র ব্যাধি, জ্বরা।
কিন্তু, আবার ভাবি কীসের ত্বরা
পরলোক তো দেখেনি কেউ,
তবে হ্যাঁ, এটা ঠিক, কর্মফল যখন পেতেই হয়
এই জীবনেই, আর দেরী নয়
যে কাজটা আপেক্ষিক ভাবে একটু সোজা
সমাজ সেবার দ্বারা কমাই কিছুটা পাপের বোঝা।