ভেদাভেদের শেষ ঠিকানা
অরুণ কারফা
কারুর ঠিকানা মাটির তল
কারুর বা জলন্ত আগুন
কারুর আবার আকাশে ওড়া
শঙ্খচিল বা লোলুপ শকুন।
তবুও, এদের মাঝের দ্বন্দ্ব
ফুরিয়ে কখনো ফুরায় না যেন,
একে অন্যকে বলে মন্দ
আর ভাবে শেষ করো ওদের
এক্ষুনি করে নৃশংস খুন।