আলোর ঠিকানা
অরুণ কারফা

এমন ভাবে কখনো করিনা কল্পনাতেও কল্পনা, ,, ,,
কারণ অবশ্যই আছে তার ...
-যদিও এটা গল্প না-      
         সন্ধ্যা যখন এগিয়ে যায় রাতের দিকে
কিছু তারা উজ্জ্বল কিছু ফিকে ফিকে
আঁধার লুটে আকাশের বুকে আশাতীত ভাবে করুণ রবে দুঃখ চেপে করে ঝলমল,
তখন যেন সে নক্ষত্র হয়ে
আসবে আমায় পথ দেখিয়ে
জুগিয়ে সাহস বাড়াতে বল,
                                        বলাই বাহুল্য, কে জানে না
                                     এ এক আকাশ কুসুম কল্পনা
যখন চলছে চারদিকে  ছল।

অথবা যদি তারা খসে পড়ে অদৃশ্য হয় আকাশ জুড়ে
তৎক্ষণাৎ হতে হবে সাবধান , ঘটলেও তা বহুদূরে
           বুঝতে হবে অপ্সরার বেশে
           নারদ মুনি মর্ত্যে এসে
           নামাতে চাইবে বিভ্রান্তির ঢল।

তার চেয়ে বরং এসব না করে
মুখের সামনেই আঁধার চিড়ে যে রাস্তা গেছে এঁকে বেঁকে
হাতছানি দিয়ে আমাদের ডেকে
হোকনা তা কণ্টকময়,
এগিয়ে গেলে যুক্তি ধরে মুক্তির খোঁজ পাবেই পরে
নিজেই দেবে নিজেকে অভয়,
গড়ে উঠবে নতুন রূপে নতুন ভাবে সগৌরবে
নতুন সমাজ
ত্যাগ যারা করে তাদের সমন্বয়ে।