বন্ধুত্বের গভীরতা
অরুণ কারফা
আমার সাথে বন্ধুত্ব তার কতটা বিশেষ কিরকম
খাস?
বোঝা যায় তা দুঃখে আমার পড়লে তার
দীর্ঘশ্বাস ।
ঠিক কত নিঃশব্দে কী প্রেক্ষাপটে ব্যাপারটা কীভাবে ঘটে?
অনেকটা যেন, ডিম সরালেও নীরবে নীড়ে
পাখি পায়না টের তলপেটে।
কিন্তু, তারপরেও পাখি দিয়ে যায় 'তা'
আর, অবশেষে জন্মদেশের দেখতে আলো কুচকুচে কালো, হাসিটা যার বড্ড রসালো
বেরিয়ে আসে 'ছা'।