মহাপ্রস্থান
অরুণ কারফা
দেহরেখে দিয়ে কেউ চলে যায়
সাগর জলে
কেউ কেউ বা রেখে যায় তা মাটির তলে
কেউ বা আবার হয় একাকার
ভষ্ম হয়ে আগুনে জ্বলে।
একটা প্রশ্ন তবু যায় থেকে...
এই পৃথিবীর সবুজ ছেড়ে
যেতেই যদি হয় অচিরে
..... জল স্থল বা বায়ুর কোলে.....
স্বেচ্ছায় এবং কবে কোথায়
ইহলোক ছেড়ে কে যেতে চায়,,,,
কদম কেতকী রজনীগন্ধা
বকুল ফুলের গন্ধ ভুলে।
সোনার চামচ নিয়ে মুখে,
আলো দেখে পৃথ্বীর বুকে,
কেউ বা আসে শাসন করতে
অভুক্ত রেখে জনগণকে।
কেউ বা উল্টো পথে হেঁটে
শোষণকারীর ডানা ছেঁটে
মুক্ত করে আপামরকে
~জল স্থল বা বায়ুর কোলে নয় ~
স্থান করে নিয়ে তাদের বুকে ।