কল্পনা মারা গেল
অরুণ কারফা
অনেকেই বলে
কল্পনার বেড়াজাল অতি মাত্রায় উঁচু করলে
তা ডিঙ্গিয়ে যায় না গড়া নবকলবরে নতুন কল্পনা আর
কথাটা সত্যি কিনা জানব বলে পাড়ি দিলাম কল্পনার দেশে
কল্পনার বেড়াজাল চারদিকে তুলে।
দেখে ভীষণ অবাক হলাম
উচ্চতা যাই হোক না, কোনো কল্পনা বাধা হয় না
অতি সহজেই পার হওয়া যায় বেড়াজালের ফোকর গলে
তবে কিনা আশাতীত উচ্চতার উচ্চাশা দিয়ে তা গড়লে
একটি বার পা হড়কালে
কোনো কল্পনাই যথেষ্ট হয় না শুশ্রুষা করে বাঁচিয়ে তুলতে
সেখান থেকে পড়ে মরলে।