বিবেকের মৃত্যুর শংসাপত্র
অরুণ কারফা
মরণ হয়েছিল কয়েক দশক আগে,
জানতে পারিনি তাই,
জানানো হয়েছে দেরীতে বলে
নথিভুক্ত করতে নারাজ
রাষ্ট্র ব্যবস্থা তার দলিলে।
দোষ কিন্তু ছিল না কোনোই আমার
উপায় ছিল না নিজেরই জানার
আর, জানাবেই বা কে আমাকে ?
যে জানাতে পারত হয়ত, সে ঐ বিবেক....
যার পরিচয় ভোগে নয়, দৃষ্টান্তমূলক ত্যাগে
প্রতিবাদে যে অনাচারে অত্যাচারে তুমুল ঝড়ে
মুখর হয়ে ঘুম থেকে উঠে জাগে,
অপমৃত্যুর অকারণে,
ছিল না সে চেতনে জাগরণের পুরোভাগে।