ভোর
অরুণ কারফা


সমান হয় না সব গুলো ভোর,
কোনো কোনোটা  রাতের থেকে শুষে নিয়ে আলো  সারাদিন তারে বিতরণ ক'রে নিজেকে ধরে প্রত্যুষে মেলে,
যেমনটা করে হাল খানা ধরে পরিবারের জ্যেষ্ঠ ছেলে
যতই আসুক বিপদ ঘোর।

আবার, কোনোটা দেয় না কাটতে রাত, ফুরোলেও তার পরদিন প্রাতে নিঃসীম ঘন অন্ধকার
আর, তখনই শুরু হয় সংগ্রাম আবার ,
জেদ করে ধরে মাটি কামড়ে পড়ে, লড়াই করে বেঁচে থাকার।

একই ভোরকে কেউ যেমন দেখে দেবদূতের রূপে,  উজ্জ্বল একরাশ আলোর বাহক ;
অন্যে আবার দেখে যেন তাকে কালরাত্রির স্মৃতির ধারক।