পরীক্ষা
অরুণ কারফা

দখলদার একদিন এসে নকল সওদাগরের বেশে
         দখল করে হৃদ নিমেষে
        সেই যে চলে গেল বিদেশে
তারপর গেলেও বয়ে কত জল গঙ্গা দিয়ে
        সেই নৌকা এলো না ফিরে
আর আমিও সফল ডুবুরি সেজে
ডুব দিয়ে মহাসাগরে পারলাম না ঝিনুক খুঁজে
বার করে আদর ভরে তুলে এনে চোখ বুজে সঠিক ভাবে মুক্তো  চিনে পড়তে তাকে মালা বানিয়ে
যে ছিল গর্ভে লুকিয়ে, কানা মাছি খেলবে বলে প্রকৃত প্রেমের পরীক্ষা নিয়ে।