আকাঙ্খা
অরুণ কারফা
কী বাঁধনে বেঁধে রাখলে তারে মনোবীণাটির সুরের ওপাড়ে
ঋতু বসন্ত ঈর্ষান্বিত,
না এলেও ফুল ফুটিয়ে হেসে
কুহু কুহু তানে বাতাসে ভেসে;
সুরেলা তরী অপেক্ষা না করি,
উপেক্ষা করে ঢেউয়ের বুকে চাক্ষুষ করতে মনের সুখে
মিলন ঘটাবে দুই জনারে হংসধ্বনি রাগে ঝংকারে।