শীতের কামড়
অরুণ কারফা

রুক্ষতার মালা সাজিয়ে
রুগ্ন জনের দুঃখ বাড়িয়ে
                            আসছে হেমন্তের পর শীত কাল,
থাকলে ঘরে রসদ ভরে কনকনানি ভোগ করে
বিছানা ছেড়ে ওঠা যাবে না,
চা এককাপ যতক্ষণ না ভাঙ্গাচ্ছে ঘুম সকাল সকাল।

রাত্রি হবে প্রলম্বিত....
এটা নিশ্চয় তর্কাতীত,,,,,
প্রশাসন হওয়ায় মূক বধির ভীষণ কষ্টে রবে অধীর
তারা,
যাদের সাথে নামতে পথে সময় কমবে রাজনেতাদের
নিয়ে হাতে মশাল।

আর যারা ছিল তক্কে তক্কে এবার হবে সহজ লক্ষ্যে
লুকিয়ে রাখা
অন্ধকারের গহ্বরে দরিদ্রের গ্রাস ভক্ষণ করে যক্ষের কালো ধন
ঋতু বৈচিত্র্য তাদের জন্য
যেহেতু অজুহাত অনন্য
প্রশ্নাতীত ভাবেই হবে উচ্ছ্বসিত মন।