মেঘলা প্রেম
অরুণ কারফা
মেঘ এসেছিল হাওয়ায় ভেসে
আমার মনে হয়, অতিথি নয়, সহবাসী বা প্রতিবেশীর বেশে ,
যার মাঝ দিয়ে গেলাম এগিয়ে সব বিলিয়ে এক নিঃশ্বাসে।
তাই, কোনোই কথন রইলো না গোপন যেমনটা হয় অতি প্রিয়জন প্রবেশ করলে জানলা দিয়ে
'খুলে রেখে দিলে মনের ভুলে'
ফলতঃ নাড়ি নক্ষত্র ঠিকুজী কুষ্ঠী সবই কিছুই খেয়ে গেল সে গুলে।
কষ্ট পেলাম তবে,
রক্তাক্ত হতে সিক্ত হৃদয়
কোনো ক্রমে কাটিয়ে সময়, অন্তরে অন্তরে
যখন কাল বৈশাখীর মত ঘুর্ণি ঝড় নামালো বৃষ্টির ধারা অঝোর
গর্জনে তালা লাগলো কানে
হতে পারত যা ললিত কণ্ঠে রিমঝিম ধ্বনিত সুরের ছোঁয়া
অপেক্ষারত উপেক্ষিত প্রাণে ।