হায়েনাদের উল্লাস
অরুণ কারফা
সুযোগ বুঝে আচম্বিতে তারাই ঘোরে আশেপাশে
যাদের চাই না দেখতে কাছে
তবু খবর নিতে এসে বাঁধতে চায় নাগপাশে।
লাল গোলাপ ভালবাসি জেনেও তা ভালো করে
কালো গোলাপ আনে উপহারে
যার নাকি দেশীয় উপায়ে করছে তারা চাষ,
বোঝাতে পারিনা ওদের ডেকে তরতাজা রক্ত দেখে
তরুণ প্রজন্ম উঠছে জেগে
এই ভেবে মনে জাগে আশ ;
আর, জমাট বাঁধা রক্ত দেখলে, উপক্রম হয় বন্ধ হবার
শ্বাস।
মনে হয় তখন, এই তো জীবন, লক্ষ্য করেনা কেউ কখনো ছোটো খাটো নক্ষত্র পতন
তাই ব্যর্থ হওয়ায় তাদের অবদান
হায়েনার দল করে উল্লাস।