আত্মসমর্পণ
অরুণ কারফা

সকাল থেকে হয়েই চলেছে বৃষ্টি অঝোর ধারায়
একটাও নেই পাখির দেখা ক্রন্দনরত শাখায়
শন শন রবে পরার্থে মেঘ
                                      দিচ্ছে
                                               নিজেকে ঢেলে
ফুরিয়ে গেলে প্রাণ যদি তার সূর্যের দেখা মেলে।

এর'ম করেই আত্মত্যাগ করেছিল সেদিন যারা
এখন নদীর পড়ে আছে বালি বয়ে গিয়েছে ধারা
তখনও অনেকেই জানলা খুলে
মুখ বাড়িয়ে হাত তুলে
সাহস জুগিয়ে তাদের,
জানতে পেরেছিল কী হয়েছিল
                                              মাধ্যমে
                                                          সংবাদের।
এবার তাহলে উঠি, বৃষ্টি বোধহয় দিচ্ছে ইতি
শাসন এখন করব অধিগ্রহণ - এটাই হচ্ছে রীতি।