কালো আলোর আহ্বান
অরুণ কারফা
দিনের আলোয় পথ খোঁজা, দিনের পর দিন হয়ে উঠছে কঠিন
অন্ধকার হচ্ছে সহায়
তাদের,
কালোধন যারা লুকায়
সাধারণের কী হবে উপায়, বাঁচার আশা হচ্ছে ক্ষীণ।
সূর্য হলে অস্তমিত
আগে মানুষ ঘুমোতে যেত
যদিও জানত দিনের চেয়ে ভয়ংকর বেশি নিশির মসী
কিন্তু এখন হায়েনারা হচ্ছে এত বেশি অসমসাহসী যে
দিন দুপুরে রক্তাক্ষরে লিখে দিচ্ছে ভাগ্য সবার
আর, রাত এখন হয়ে উঠছে শুধুই প্রেমীদের জন্যে
শান্ত মনে প্রণয় করার
জ্যোৎস্নার গন্ধে হয়ে অধীন।
কিন্তু, অমানিশার দিন সেটাও আর কতটা স্বাধীন ভাবে করতে পারবে তারা
এবং আর কতদিন
সেটাও কি এখন অপেক্ষা করে দেখা সমীচীন?