মাথা ব্যাথা
অরুণ কারফা
খামোখা, স্মৃতির পাতায় কী লাভ হবে
নিজের খাতায় বেঁচে থেকে ,
জড়িয়ে বুকে যদি না লোকে ইতিহাসে লিখে রাখে।
মরণ যখন শিয়রে এসে শরণ দেয় ভালবেসে
কী লাভ হবে এসব ভেবে মৃত্যু শয্যায় পড়ে থেকে,
সময় থাকতে, পরকে আপন করার মতন
না দেখিয়ে সোহাগ যতন
আয়েশে জীবন ঢেলে রেখে।
গন্ধ ছাড়া কৃষ্ণচূড়া
কিম্বা পলাশ শিমুলে ভরা
রাজপথে যদিও গেলে না চাইলেও সহজে মেলে
কিলবিল করা প্রেমী জোড়া,
এমন অকাল কুষ্মাণ্ড, নেই অবদান একখণ্ড
দেশের গঠন মূলক কাজে,
সে ডুবল অতল জলে নাকি জ্বলল চিতানলে
মাথা ব্যাথা হয় না সমাজে।