নীল অপরাজিতা
অরুণ কারফা

বেশ চনমনে একটা ফুটেছিল ফুল
        বিকাল নাগাদ মুষড়ে পড়ায় অনেককেই তা প্রতিপন্ন করল কী ভীষণ ভাবে নামকরণ করা হয়েছিল মস্ত বড় ভুল
        জীবনটাই আসলে এই রকম একটা সীমিত পথ চলা
যেখানে নাম অনির্বাণ হলেও অনেকেই নিঃশব্দে যায়
         আলো না দিয়েই নিভে
আবার অনেকেরই তা নিভে গিয়েও উঠে জ্বলা।