জন্মান্ধ জনগণ
অরুণ কারফা
দরকার একটা শকুন পাখি,
যে তার শ্যেন দৃষ্টিতে নীচের থেকে উপর দিকে
ক্রমাগত তাকিয়ে থেকে
বার করবে তারা কীভাবে অভুক্ত রেখে সাধারণকে
লুকিয়ে রেখে যখের ধন,
থাকছে বসে স্বর্গসুখে সারাটা জীবন সারাক্ষণ ,
আর সবাইক দিয়ে ফাঁকি।
তবে, এটা কি সম্ভব?
যার বিচরণ উপর তলায়, তাদের সঙ্গে গলায় গলায়,
সে এসে পথ দেখাবে
তাদের বিরুদ্ধে লড়ে কীভাবে ছিনিয়ে নিয়ে প্রাপ্য বখরা
ভাগ্য ফেরাবে জন্মান্ধরা।