কালো আগুন
অরুণ কারফা

খুব জানতে ইচ্ছে করে সভ্যতা যখন জ্বলছে পুড়ে,
তখন কি ভাবে নক্ষত্র রাশি, বিলিয়ে একত্রে হাসি,
নিরুত্তাপ হয়ে ভাসছে দূরে
আর, বিদ্রুপ ভেসে মিটিমিটি হেসে আসছে উড়ে।

থেকেও একই ছায়াপথে
বিচরণ করে ভিন্ন রথে
চায়না বোধহয় অন্য গ্রহের নিম্ন বাসীর ছায়া মাড়াতে,
ভুলেও ওরা কোনো মতে।

নৈ'লে হয়ত বাড়লে মায়া প্রলম্বিত হলে ছায়া
প্রকটিত অন্তর্নিহিত দৈত্যের কায়া
শুষে নেবে ব্যাঙ্গাত্মক আলো
আর, তখন শুধু রইবে থরে- থরে কালো আগুন পড়ে।।