কৃষ্ণ গহ্বর
অরুণ কারফা

অকস্মাৎ দেখা হয়েছিল সাথে কৃষ্ণ চূড়ার ছায়া পথে ;
                         সেদিন স্বপনে হচ্ছিল মনে এত দিন যার অনুসন্ধানে
                        ধুমকেতুর মত কেউ ঘুরছিল
অবশেষে পেয়ে সান্নিধ্য তার, পরিচয় পেল গ্রহের এবার।

অনেক টানা হেঁচড়ার পর, তারপর
বোঝা গেল যখন মনে হলেও কোনো তারকার মতন
আসলে সে এক কৃষ্ণ গহ্বর নেই যার বাস্তবে গঠন
ফেরার পথ কিন্তু নেই খোলা আর
আকর্ষণ যার এত দুর্বার।