ঋতুচক্রে শীতের কামড়
অরুণ কারফা
কিছু, ভাঙা আশার টুকরো জুড়ে
তাই দিয়ে প্রবল উত্তুরে
হাওয়ায় ভাসিয়ে দিলাম তরী,
যাতে, সময়ের ঢেউয়ে বইতে বইতে
ঋতুর গান গাইতে গাইতে
বর্তমানকে ভবিষ্যতের গহ্বরে ঢোকাতে পারি।
কিন্তু সমস্যা হল সমন্বয়ের,,,,
চলে যেতেই কণকণে শীত, বর্তমানকে গিলল অতীত
আর, তাকে বাঁচাতে এসে
ভবিষ্যতও পড়ল শেষে
এক গভীর চক্রের ফাঁদে,
যা দেখে, নতুন করে পঞ্চঋতু এলেও ফিরে
শীতের কামড় সহ্য করে বর্তমান আবারো জোরে
তেমনই গলা ছেড়ে কাঁদে,
আর, কুঞ্জবনের দিকে চে'য়ে বসন্তের অপেক্ষায় রয়ে
অধীর আগ্রহে আমার সবাই
তার বিদায়ের অপেক্ষা করি।