বেইমানের জন্ম কথা
অরুণ কারফা

সে এলো না...... জমায়েতে।

সাজানো বাগের শেষ প্রান্তে   পুঁতেছিলাম নিজের হাতে
পড়শির থেকে নিয়ে এসে
    কনক চাঁপা শেষ রাতে ।


গাছটা একটু বড় হতে,
একলা বসে নিভৃতে নীড়ে
'তা' দিয়েছিল কাকও তাতে
যেন পেয়ে টুকরো হীরে ।

ডিম ফুটে ছানা উঠে
সাড়া দিতেই মায়ের ডাকে,
চাঁপা গাছের উঁচু শাখে
      কোকিল এসে বসল পাশে,
       আর তারপর,
       উচ্চ স্বরে জানান দিয়ে
বৃদ্ধাঙ্গুষ্ঠ কাককে দেখিয়ে
ছিনিয়ে গেল নিয়ে তাকে।

যদিও আদৌ কোকিল  নয় ;
আসলে কাক দিয়েছিল ডাক  
            সব প্রেমীকে একত্র হয়ে
জীবন যুদ্ধে যোগ দিতে। ।